[$19.95] পিসি ShutDown করতে ভুলে যান? এখন থেকে টাইম সেট করে দিন,অটো শাট ডাউন হবে আপনার পিসি [মাত্র ১ এম্বি এর একটি এপ দিয়ে]
[$19.95] পিসি ShutDown করতে ভুলে যান? এখন থেকে টাইম সেট করে দিন,অটো শাট ডাউন হবে আপনার পিসি [মাত্র ১ এম্বি এর একটি এপ দিয়ে]
প্রথমে আমার সালাম নিবেন।সবাই কেমন আছেন?আশা করি সকলে আল্লাহ রহমতে ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় আল্লাহ রহমতে অনেক ভালো আছি।
আমাদের জীবনের একটি বড় বন্ধ হলো আমাদের কম্পিউটার,ছোট কাজ কিংবা বড় কাজ,সকল কাজে কম্পিউটার অপরিহার্য,এই যন্ত্রটির কাছে আসলে আমরা অনেক বেশি ঋনী।আমাদের জীবনের একটি অংশ হয়ে গেছে এটি।
সারাদিন এই যন্ত্রের মাধ্যমে কত কাজ করি।কেউ গেইম খেলি,কেউ মুভি দেখি,কেউ বা আবার অফিসিয়াল কাজের জন্য এই ম্যাজিক বক্স ব্যবহার করে থাকি।কিন্তু আমরা সবাই একে অনেক বেশি অবহেলায় রাখি,কখনো দেখা যায় পিসি অফ না করেই অনেকে ঘুমিয়ে যায়,সারারাত পিসি চলতে থাকে।

কিন্তু বিপদ ঘটতে কতক্ষন ? যেকোন সময় যেকোন বিপদ হয়ে যেতে পারে,তাই আমাদের উচিত কাজ শেষ হয়ে গেলে পিসি বন্ধ করে দেয়া।কিন্তু কখনো কখনো হয়তো পরিস্থিতির স্বীকার হয়ে এটা আর বন্ধ করা হয়ে উঠে না।


চিন্তার কোন কারণ নেই।আজ একটি এপ নিয়ে এলাম যার মাধ্যমে আপনি টাইম সেট করে দিতে পারবেন কখন আপনার পিসিটিকে বন্ধ করতে হবে।তারপর সেই সময় এলে পিসি নিজেই নিজেকে বন্ধ করে নিবে।কি মজার তাই না?? শুধু মজার না এটি অনেকের কাছে অনেক গুরুত্বপূর্ণ একটি এপ।
তাছাড়া এটি কিন্তু কোন ফ্রী এপ নয়।এর মূল্য প্রায় $১৯.৯৫।বুঝতেই পারছেন অনেক দামী একটি এপ এটি।তবে আজ আপনাকে এই এপটি দিচ্ছি ফ্রীতে।নিচ থেকে এখুনি নামিয়ে ফেলুন এপটিঃ
App Name:PC Auto ShutDown
Size:1.2MB
PC Auto Shutdown
লাইসেন্স ফাইল
ডাউনলোড করার জন্য "Download Now" এর নিচে টিক চিহ্ন তুলে দিয়ে "Download Now" ক্লিক করলেই ডাউনলোড শুরু হবে।অন্যকোন পেজে গেলে ব্যাক করে আসুন।আর অবশ্যই ফোনের ডিফল্ট ব্রাউজার বা "CM Browser/Dolphin Browser ব্রাউজার ব্যবহার করবেন।Download Now না আসলে Refresh দিবেন


0 comments:
Post a Comment