Friday, December 25, 2015

IDM এর ফেক সিরিয়াল মেসেজ সমস্যা সমাধান করার ভিডিও টিউটোরিয়াল সাথে লেটেস্ট IDM 6.25 Build 9 ফুল ভার্শন


IDM এর ফেক সিরিয়াল মেসেজ সমস্যা সমাধান করার ভিডিও টিউটোরিয়াল সাথে লেটেস্ট IDM 6.25 Build 9 ফুল ভার্শন



আই.ডি.এম (Internet Download Manager) নাম কম বেশী শুনেছেন। ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার সবচাইতে ভাল কাজ করে মজিলা ফায়ারফক্স এ। কারন মজিলায় IDM এর একটি এডঅন লোড হয়। আর যারা সবসময় ইন্টারনেট ব্যবহার করেন না কিন্তু এমন সব সফ্টওয়্যার আছে যেগুলো নেট থেকে সরাসরি ডাউনলোড হয় কিন্তু ডাউনলোড ফাইল থাকে না। ওই ফাইলটি নিজ থেকেই IDM ডাউনলোড শুরু করে দেয়। যারা ব্যবহার করেন তারা তো ভালভাবেই জানেন এর সুবিধা।এটি ফুল ভার্সন করার জন্য ফুল ভার্সন ব্যবহার করতে পারেন।
এক্টিভেশন মেথড দেয়া আছে ভেতরে। এছাড়া ভিডিও টিউটরিয়াল ও আছে। ফেক সিরিয়াল মেসেজ সমধান দেয়া আছে।

ভিডিও টিউটোরিয়াল (ফেক সিরিয়াল মেসেজ সমস্যা সমাধান + এক্টিভেশন প্রসেস)

Internet Download Manager v6.25. Added Windows 10 compatibility. Fixed compatibility problems with different browsers including Internet Explorer 11, all Mozilla Firefox versions up to Mozilla Firefox Aurora, Google Chrome. Improved FLV grabber to save videos from web players on web pages, Google Video, MySpace TV, and other popular sites

ফিচার সমুহঃ

১। আপনি কোন ভিডিও টিউটোরিয়াল দেখছেন কোন ওয়েবসাইট এ সেটি আপনি ডাউনলোড করতে চাইলেন দেখলেন যে ডাউনলোড দেওয়া নেই। কি করবেন তাই না? চিন্তা নেই আপনার যদি IDM থাকে তাহলে দেখবেনযে অটোমেটিক আপনার ইউআরএল এডাউনলোড লিংক এসে গেছে।
২। আপনি একটা ফাইল ডাউনলোড করছেন তাতে রিজিউম সাপোর্ট নেই। ফাইলটি ডাউনলোড করতে করতে কোন কারন বশত বন্ধ হয়ে গেল কি করবেন তাই না? যদি IDM থাকে তাহলে সহজেই আপনি রিজিউম করতে পারবেন। আপনি যে ফাইলটি ডাউনলোড দিয়েছিলেন সেই ফাইলটির ডাউনলোড লিংকটি পুনরায় নিয়ে (অর্থাৎ যেখান থেকে ডাউনলোড দিয়েছিলেন) বন্ধ হওয়া ফাইলটির Properties টি গিয়ে Address এ শুধু পেষ্ট করে দিন। তারপর রিজিউম লেখাতে ক্লিক করুন।দেখবেন ফাইলটি আবার ডাউনলোড শুরু হয়ে গেছে।
৩। গ্রাব্যার প্রজেষ্ট যার মাধ্যমে আপনি একটি ওয়েব সাইটের সমস্ত ফাইল অর্থাৎভিডিও,অডিও,টেক্সট ইত্যাদি একটি ক্লিকের মাধ্যমে ডাউনলোড করতে পারবেন।
৪। Scheduler এর মাধ্যমে আপনি একটি নির্দিষ্ট সময়ে আপনার পূর্বের বন্ধ করা ডাউনলোড ফাইল শুরু করতে পারবেন কিংবা নির্দিষ্ট সময়ে তা বন্ধ করতে পারবেন। শুধু তাই না একটি নির্দিষ্ট সময়ে আপনি আপনার কম্পিউটারটাও বন্ধ করে দিতে পারবেন।
৫। যেকোন নতুন ব্রাউজার এড করলে তা সাথে সাথে IDM এর সাথে কানেকটেক্ট হয়ে যাবে। এবং ইচ্ছা করলে আপনি আপনার ডাউনলোডকৃত ফাইলের লিষ্টটা এডিট করতে পারবেন। অর্থাৎ আপনি কি কি ফাইল অটোমেটিকলি ডাউনলোডন করবেন তার লিষ্ট।
৬। অটোমেটিক এন্টি ভাইরাস চেকিং এর মাধ্যমে আপনার ডাউনলোড করা ফাইলটি কে ভাইরাস সম্পকে সচেতন করে।
সিস্টেম রিকুয়ারমেন্টঃ
সকল উইন্ডোজ অপারেটিং সিস্টেম সাপোর্ট করে।
এই রিলিজে নতুন কি আছে ?

What's new in version 6.25 Build 9

(Released: Dec 09, 2015)
- Added support for new types of video streaming sites
- Fixed bugs
- Added support for Firefox 44 and SeaMonkey 2.39, 2.40, 2.41
- Lowered CPU consumption

Install Notes:
==> UnInstall the Pre-installed version of IDM (Internet Download Manager)
==> Install the Program
==> After Install Don't Launch/Run the Application

NOTE:
• Tested and so far no Fake Serial Pop-up

সরাসরি IDM 6.25 Build 9 ডাউনলোড লিঙ্ক

এক্টিভেটর ডাউনলোড লিঙ্ক (৪৮১ কেবি)

যাদের অলরেডি ফেক সিরিয়াল মেসেজ দিচ্ছে তারা প্রথমে আইডি এম সিস্টেম টাস্কবার থেকে ডিজেবল করুন। তারপর নিচের আনরেজিস্ট্রার টুল ডাউনলোড করে আন জিপ করে ডাবল ক্লিক দিয়ে, আই ডি এম কে ট্রায়াল বানিয়ে নিন পরে এক্টিভেটর দিয়ে এক্টিভেশন করুন।

IDM Un Register Tools(৩৬৪ বাইট)

ভিডিও টিউটোরিয়াল (ফেক সিরিয়াল মেসেজ সমস্যা সমাধান + এক্টিভেশন প্রসেস)

আজ এই পর্যন্তই। আপনার কোনো সফটওয়্যার লাগলে আমাকে বলতে পারেন। আর নেক্সট টিউনে দেখা হচ্ছে আরো কোন ফুল ভার্শন লেটেস্ট সফটওয়্যার নিয়ে।
আমাকে ফেসবুকে এড করুন -
যাযাবর পৃথিবী
আমাদের গ্রুপ এ যোগ দিন -
শুধুমাত্র উইন্ডোজ ১০ এর আলোচনা ভিত্তিক ফেসবুক কমিউনিটি
আমাদের ইউটিউব চ্যানেল এ ভিডিও টিউটরিয়াল দেয়া হয় সাবস্ক্রাইব করুন

0 comments:

Post a Comment

Advanced Search

Find Us On Facebook

Android Route

Your Info

Flag Counter
Android Tutorial ™. Powered by Blogger.