Friday, December 25, 2015

একটি কম্পিউটারে ব্যবহার করুন অনেকগুলো অপারেটিং সিষ্টেম একসাথে

একটি কম্পিউটারে ব্যবহার করুন অনেকগুলো অপারেটিং সিষ্টেম একসাথে


আসসালামুয়ালাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালই আছি। আজকে আমি আপনাদের সামনে চমৎকার একটি টিউন উপস্থাপন করতে যাচ্ছি। অমরা অনেকে একটি কম্পিউটারে একসাখে অনেকগুলো অপপরেটিং সিষ্টেম ব্যবহার করতে আগ্রহী। তাই আপনাদের সাথে শেয়ার করছি দারুন একটি সফটওয়্যার যা আপনার অনেক কাজে আসবে। সফটওয়্যারটির নাম হচ্ছে VMware-Workstation ।  আশা করি VMware-Workstation সম্পর্কে নিশ্চয় সবাই জানেন। ডাউনলোড করে নিন VMware-Workstation 12 PRO একদম ফ্রীতে।
ডাউনলোড করার পদ্ধতি  :
১.প্রথমে উপরের ডাউনলোড লিংক এ ক্লিক করুন।
২.তারপর ডাউনলোড বাটনে ক্লিক করুন।
৩.তখন আপনার ব্রাউজারের নতুন ট্যাবে একটি পেইজ খুলবে।ঐখানে Create download link এ ক্লিক করলে ডাউনলোড শুরু হয়ে যাবে।

VMware-Workstation 12 PRO এর Screenshot দেখুন:

প্রথমে VMware-Workstation 12 PRO ডাউনলোড করে নিন। তারপর VMware-Workstation 12 PRO এর সেটাপ ফাইল ইনষ্টল করে নিন। তবে ইনষ্টল করার সময় খেয়াল রাখবেন যাতে সিরিয়াল কি দিতে না ভুলেন। Serial Key  টা ডাউনলোড Discription পেয়ে যাবেন। ইনষ্টল করার পর অাপনি যে অপারেটিং সিষ্টেম টা ইনষ্টল করতে চান সে অপারেটিং সিষ্টেম টা দিয়ে VMware-Workstation 12 PRO আপনার কাঙ্কিত অপারেটিং সিষ্টেমটি ইনষ্টল করে ব্যবহার করুন।

0 comments:

Post a Comment

Advanced Search

Find Us On Facebook

Android Route

Your Info

Flag Counter
Android Tutorial ™. Powered by Blogger.