Friday, December 25, 2015

pc/laptop দিয়ে যেকোনো মোবাইল রুট করুন এক ক্লিক এ, একদম নিরাপদ উপায়


pc/laptop দিয়ে যেকোনো মোবাইল রুট করুন এক ক্লিক এ, একদম নিরাপদ উপায়



এন্ড্রয়েড ডিভাইস মানেই কাস্টমাইজেশন আর কাস্টমাইজেশন এর কথা আসলেই রুট কথাটি এসে যায়! তবে কিছু কিছু ডিভাইস আছে যেগুলো কিনা রুট করতে একটু বিপাকে পরতে হয় কারন রুট মেথড এবং রুট করার টুলস পাওয়া যায় না। আমাদের দেশীয় সিম্ফনি কিংবা ওয়াল্টন এই ক্ষেত্রে উৎকৃষ্ট উদাহরন কারন তাদের সব ডিভাইস এর রুট মেথড পাওয়াটা একটু কষ্টকর। তবে আজ আপনাদের পরিচয় করিয়ে দিবো নতুন একটি মেথড এর সাথে যা দিয়ে আপনি আপনার যেকোনো ডিভাইস রুট করতে পারবেন এবং তাও এক ক্লিক এ ! এর আগেও আমরা কিছু এরকন ওয়ান ক্লিক রুট মেথড দেখেছি তবে এই মেথড এবং সফটওয়্যার টি আপডেইটেড।

চলুন তাহলে দেখি  কিভাবে কি করবেন

প্রথমে Vroot নামক সফটওয়্যার টি নিচের লিংক থেকে
ডাউনলোড করে নিন।
upload
ডাউনলোড করার পর আপনার উইন্ডোজ বেইজড পিসি কিংবা ল্যাপটপ এ সফটওয়্যার টি ইন্সটল করে নিন। এবার আপনার ডিভাইস টি হাতে নিন এবং ডিভাইস এর USB Debugging অপশন টি চালু করে নিন।
এবার Vroot সফটওয়্যার টি চালুন করুন।
চালু করার পর ডিভাইস টি ল্যাপটপ কিংবা পিসি এর সাথে কানেক্ট করুন। কানেক্ট করার পর সফটওয়্যারটিকে কিছুক্ষন সময় দিন। এবার সফটওয়্যারটি অটো আপনার ডিভাইস কে ডিটেক্ট করবে।
ডিটেক্ট করার পর উপরের মতো আসবে। এবার ROOT বাটন এ ক্লিক করুন এবং কিছুক্ষন অপেক্ষা করুন! সফটওয়্যার টি অটো আপনার ডিভাইসটি রুট করে নিবে! ব্যাস! হয়ে গেলো আপনার রুট পারমিশন পাওয়া! এই টিউন সম্পর্কিত সাপোর্ট লাগলে টিউমেন্ট করুন কিংবা
আমাদের গ্রুপ এ টিউন করতে পারেন।

0 comments:

Post a Comment

Advanced Search

Find Us On Facebook

Android Route

Your Info

Flag Counter
Android Tutorial ™. Powered by Blogger.